Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রখ্যাত ব্যাক্তিত্ব

ক্র: নং

‌প্রখ্যাত ব্যক্তির নাম/পিতার নাম/ঠিকানা

‌প্রখ্যাত হওয়ার কারন

‌০১

নাম: এস.এম তরিক উল্যাহ

পিতার নাম: মৃত আমির উদ্দিন 

ঠিকানা: গ্রাম: এন্নাতলী,

পো: আলীগঞ্জ,হাজীগঞ্জ,চাঁদপুর।

‌তিনি বৃহত্তর বড়কুল, বর্তমানে ৬নং বড়কুল পূর্ব ও ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নের প্রথম প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।এছাড়া তিনি পাকিস্তান আমলের মৌলিক গণতন্তের আওতাধিন গণপরিষদের সদস্য ছিলেন। এবং বৃহত্তর কুমিল্লা জুরি বোর্ডের সদস্য ছিলেন।এ ছাড়া তিনি অত্র এলাকার সার্বিক উন্নয়নে যথেষ্ট ভূমিকা পালন করেছেন।তিনি ১৯৭৩ সালে মৃত্যু বরণ করেন।

‌০২

নাম: ‌মৌলবী আ: করিম

পিতার নাম: মৃত রঞ্জন আলী

ঠিকানা: গ্রাম: কোন্দ্রা,

পো: সেন্দ্রা, হাজীগঞ্জ, চাঁদপুর।

তিনি অত্র এলাকার একজন প্রখ্যাত আলেমেধীন ও ইসলামি শিক্ষার আলোকবর্তীকা হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।তৎকালিন মেঘনার পূর্ব পাড়ে মৌলবী আ: করিম একজন বুজর্গ অলি হিসাবে একনামে পরিচিত ছিলেন। এছড়া তিনি সামাজিক উন্নয়নে যথেষ্ঠ অবদান রেখে গেছেন।তিনি ১৯২৭ সনে বেলচোঁ কারিমাবাদ ফাযিল মাদ্রাসা প্রতিষ্ঠা করেন যেখান থেকে বহু আলেম ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজের সার্বিক কাজে নিয়োজিত আছেন। তিনি ১৯৪৪ সালে মৃত্যু বরণ করেন এবং তিনার মাজার কোন্দ্রা নিজ গ্রামে অবস্থিত রয়েছে।