Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

কালেরস্বাক্ষী বহনকারী ডাকাতিয়া নদীর তীরেগড়ে  উঠা হাজীগঞ্জ উপজেলার একটিঐতিহ্যবাহী অঞ্চল হলো বড়কুল পূর্ব  ইউনিয়ন।কালপরিক্রমায় আজ বড়কুল পূর্ব ইউনিয়নশিক্ষা, সংস্কৃতি, ধর্মীয়অনুষ্ঠান, খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজ ও সমুজ্জ্বল।

১। ইউনিয়ন পরিষদ ভবন ১টি (১৯৯৩-১৯৯৪ সনে নির্মিত ৫ কক্ষ বিশিষ্ট। কমিউনিটি হল ১টি (ব্যবহার অনুপযোগী)। ভূমির পরিমাণ- ২৪ শতাংশ।

২। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ১ জন, সদস্য/ সদস্যা ১২ জন।

৩। ইউনিয়নের আয়তন ৯.৭৩৪ বর্গ কিলোমিটার (৬.০৫ বর্গ মাইল)।

৪। মোট ভূমির পরিমাণ ৪০৩০ একর। আবাদি ভূমি ৩৩২৬ একর, অনাবাদি ভূমি ৭০৪ একর।

৫। মৌজার সংখ্যা ১৫টি।

৬। ইউপির গ্রাম সংখ্যা ১৯টি।

৭। ইউপির লোকসংখ্যা ২৩৯৩৮ (২০০১ সালের আদমশুমারী অনুযায়ী)।

৮। ভোটার সংখ্যা ১৪৯২৩ জন।

৯। ইউপির সীমানা চিহ্ন ২৬টি।

১০। ইউপি রাস্তা ১৬টি (২২ কিলোমিটার)।

১১। ইউপি খাল নালা ১৬ টি (১৫ কিলোমিটার)।

১২। উপজেলা পরিষদ সড়ক ২টি (৯ কিলোমিটার)।

১৩। জেলা পরিষদ সড়ক ১টি (৪.৫ কিলোমিটার)।

১৪। ইউপি হাটবাজার ৩টি।

১৫। ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ১টি, কমিউনিটি ক্লিনিক ৩টি।

১৬। ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা ১টি।

১৭। উচ্চ বিদ্যালয় ৪টি।

১৮। সরকারী প্রাথমিক বিদ্যালয় ৮টি।

১৯। বেসরকারী রেজিস্টার প্রাথমিক বিদ্যালয় ২টি।

২০। কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় ১টি।

২১। বেসরকারী প্রাথমিক বিদ্যালয় ২টি।

২২। জামে মসজিদ ৩৮টি।

২৩। মন্দির ১০টি।

২৪। এতিমখানা ২টি।

২৫। হাফেজিয়া মাদ্রাসা ২টি।

২৬। ঈদগাহ ১৮টি।